ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমেই চলছে কার্যকর ইন্টারনেট সংযোগ

ইন্টারনেট সংযোগ এক মাসে একটু বাড়ে তো আরেক মাসে যায় কমে। কয়েক মাস ধরেই এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের টেলিযোগযোগ খাত। এতে মোবাইল ফোন অপারেটরদের ভূমিকাই প্রধান। তাদের সংযোগ বাড়লে তা মোট সংযোগকে বাড়িয়ে দেয়। একই ঘটনা ঘটে উল্টো ক্ষেত্রেও।

সোমবার প্রকাশিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাব বলছে, জানুয়ারির শেষে দেশে মোট কার্যকর ইন্টারনেট সংযোগ রয়েছে নয় কোটি ৯২ লাখ ৪৬ হাজার। বছরের শুরুতে যা ছিল নয় কোটি ৯৪ লাখ ২৮ হাজার।

বিটিআরসি’র সর্বশেষ পরিসংখ্যান বলেন, জানুয়ারির শেষে দেশের মোট ইন্টারনেট সংযোগের ৯৪ দশমিক ২১ শতাংশই এসেছে মোবাইল ফোনের মাধ্যমে।এর আগে নভেম্বর মাসেও কার্যকর ইন্টারনেট সংযোগ কমে যাওয়ার ঘটনা দেখছে টেলিযোগাযোগ খাত। অক্টোবরের শেষে নয় কোটি ৯৫ লাখ ৬৯ হাজার কার্যকর ইন্টারনেট সংযোগ থাকলেও নভেম্বরের শেষে সেটি নেমে আসে নয় কোটি ৯০ লাখ ৫৯ হাজারে।

এদিকে অপারেটররা বলছে, বড় দুটি অপারেটরের ওপর জুলাই মাস থেকে বিটিআরসি অডিটের পাওনা দাবি নিয়ে নানা বিধিনিষেধ বেধে দেওয়ার কারণে তারা গ্রাহক বাড়ানোর দিকে মন দিতে পারেনি। ইন্টারনেট সংযোগের মতো করে সংখ্যায় কমে না গেলেও কার্যকর সিম বাড়ার ক্ষেত্রেও ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। বিটিআরসি’র হিসেব বলছে, ১৬ কোটি ৫৫ লাখ ৭২ হাজার কার্যকর সিম দিয়ে বছর শুরু করলেও জানুয়ারির শেষে তা বেড়েছে মাত্র ৪৩ হাজার।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন