ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গুগলের প্রতিদ্বন্দ্বি হতে পারে হুয়াওয়ে সার্চ

হুয়াওয়ে কাজ করছে নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে। ইঞ্জিনটির নাম নির্ধারণ করা হয়েছে ‘হুয়াওয়ে সার্চ’। এতে ব্রাউজার হোমপেজ সহ আরও থাকছে স্পোর্টস, ওয়েদার, ইউনিট কনর্ভার্টার ও ক্যালকুলেটরের জন্যও আলাদা আলাদা সেকশন।

ধারণা করা হচ্ছে, গুগলের সাথে প্রতিযোগিতার বাজার তৈরি করবে হুয়াওয়ে সার্চ।

অ্যাপ গ্যালারি এবং হংমেং ওএসের পর নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করার মত চ্যালেঞ্জ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের এই সার্চ ইঞ্জিন চালু হলে দ্রুতই সুফল পাওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন : সম্মানি ফিরিয়ে দিবেন রজনীকান্ত

জানা গেছে, হুয়াওয়ের এই সার্চ অ্যাপ তৈরি করেছে আইরিশ কোম্পানি অ্যাসপিগল লিমেটেড। তবে এটি চালু হলে গুগলের ফিল্টার পলিসি নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। কিন্তু কবে এই সার্চ ইঞ্জিনটি উন্মুক্ত করা হবে তা এখনও জানা যায়নি।

আনন্দবাজার/এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন