ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সম্মানি ফিরিয়ে দিবেন রজনীকান্ত

দক্ষিণী  ইন্ডাষ্ট্রিতে জনপ্রিয় অভিনেতা হচ্ছেন রজনীকান্ত। সচরাচর তার অভিনীত ছবিগুলো প্রত্যাশার চাইতে বেশি ব্যবসা করে থাকে। কিন্তু চলতি বছরের প্রথম মাসেই মুক্তি পাওয়া ‘দরবার’ ছবিটি সফলতার মুখ দেখেনি। ছবিটি পরিচালনা করেছিলেন এ আর মুরগাদোস।

সম্প্রতি জানা গেছে, ২০০ কোটি টাকা বাজেটের ছবি ‘দরবার’। কিন্তু বক্স অফিস থেকে ২০০ কোটিই আয় করতে পেরেছে বলে জানান বক্স অফিস।। ফলে রজনীকান্তকে টাকা ফেরত চেয়ে চিঠি লিখেছিলেন তারা। কারণ রজনীর মুখের উপর ভরসা করেই কোটি কোটি টাকা ব্যয় করেন তারা।

আরও পড়ুন : অবসরের সিদ্ধান্ত নিবেন মাশরাফি নিজে : পাপন

রজনীর মাপের তারকার ছবি যতটা ব্যবসা সফল হওয়া উচিত, এ ছবির বেলায় সেটা হয়নি বলেই তারা টাকা ফেরৎ চেয়ে চিঠি দিয়েছেন। এবং তাদের দাবী মেনেও নিয়েছেন রজনীকান্ত। তিনি টাকা ফেরত দিবে বলে জানিয়েছেন।

আনন্দবাজার/ এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন