ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ধস

কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অপরিশোধিত জ্বালানি তেলের বাজারের দরপতন। বেশকয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী রয়েছে জ্বালানি তেলের সাপ্তাহিক বাজার। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ সপ্তাহে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সাপ্তাহিক গড় দাম আগের সপ্তাহের তুলনায় কমেছে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুডের সাপ্তাহিক গড় দাম সাড়ে ১৩ শতাংশের বেশি কমেছে।

নভেল করোনাভাইরাসের আতঙ্ক ও চাহিদা কমার আশঙ্কাই অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে বিদ্যমান মন্দা ভাবের প্রভাবক হিসেবে কাজ করছে। সিনহুয়া সংবাদ সংস্থা সূত্রে জানা যায়।

খাতসংশ্লিষ্টদের মতে, চলতি বছরের শুরু থেকে চীনে নভেল করোনাভাইরাসের সংক্রমণ জ্বালানি তেলের চাহিদা কমিয়েছে। এ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতনের পেছনে ভূমিকা রেখেছে করোনা। এখন চীন ছাড়িয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্যসহ মহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াতেও এ সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতি বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমিয়ে দিতে পারে। এ আশঙ্কা জ্বালানি পণ্যটির বাজার পরিস্থিতিকে নিম্নমুখী করে রেখেছে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন