ভারতের দিঘা সমুদ্র সৈকতে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক চিলশঙ্কর মাছ। মাছটির ওজন হয়েছে প্রায় ৬০০ কেজি। আজ সোমবার (০২ মার্চ) দিঘা মোহনার মাছের বাজারে মাছটি আনা হয়। আজকেই মাছটি নিলামে বিক্রি হয়েছে।
মৎস্যজীবীদের তথ্যমতে জানা গেছে, রবিবার (২৯ ফেব্রুয়ারি) কাঁথির শৌলায় আলআমিন-৩ নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এ বিশালাকার মাছটি ধরা পড়ে।
মৎস্যজীবীরা জানান, চিলশঙ্কর মাছ সাধারণত বাজারে খাওয়ার জন্য বিক্রি হয়। তবে এতবড় মাছ বাজারে আগামনের খবর পেয়ে ব্যাপক উৎসাহ ছিল ব্যবসায়ী থেকে অন্যান্য মৎস্যজীবীদের মধ্যেও।
জানা যায়, এর আগে এতো বড় চিলশঙ্কর মাছ দিঘা মোহানার বাজারে ওঠেনি বলে দাবি মৎস্যজীবীদের। চিলশঙ্কর মাছটি কিনে নিয়েছেন রবীন্দ্রনাথ শ্যামল নামের স্থানীয় এক মাছের ব্যবসায়ী। এদিকে ভারতের বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও মাছের চাহিদা রয়েছে বলে জানান মৎস্যজীবীরা।
আনন্দবাজার/শাহী