ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশে যাচ্ছে পাহাড়ি ফুলঝাড়ু

বান্দরবানের দরিদ্র মানুষের আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হয়ে উঠেছে পাহাড়ে উৎপন্ন ফুলঝাড়ু। শ্রমজীবী মানুষকে কর্মসংস্থান এনে দিয়েছে এ ঝাড়ু। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এ ঝাড়ু এখন দেশের নানা প্রান্তসহ যাচ্ছে বিদেশেও।

বান্দরবানের স্থানীয় নারী ও পুরুষরা জানুয়ারি-এপ্রিল মাসে বিভিন্ন পাহাড় থেকে সংগ্রহ করে বিক্রির করতে বাজারে নিয়ে আসে এ ফুলঝাড়ু। প্রাকৃতিকভাবে জন্মানো ফুলঝাড়ুর ব্যবসা করে লাভবান হচ্ছে দরিদ্র ও শ্রমজীবী মানুষজন।

এ কাজে নিয়োজিত এক শ্রমিক বলেন, প্রতিবছরই আমরা এই দুই-তিন মাস ফুলঝাড়ুর কাজে জড়িত হই এবং দৈনিক ৫০০ টাকা বেতনে কাজ করি। এই মৌসুমটা আমাদের জন্য অত্যন্ত ভালো। কেননা এই দুই-তিন মাস আমাদের প্রতিদিনই কাজ করতে হয়, আর টাকাও ভালো পাওয়া যায়।

বান্দরবানের বিভিন্ন এলাকার পাহাড়ের ঢালে প্রাকৃতিক ভাবে জন্মানো ফুলঝাড়ু স্থানীয় চাহিদা মিটিয়ে এখন দেশের নানা প্রান্তে যাচ্ছে। এমনকি রপ্তানি হচ্ছে বিদেশেও।

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, বান্দরবান থেকে এ ঝাড়ু পরিবহন করে ঢাকা ও চট্টগ্রামে নেওয়া হয়। আর এই পরিবহনের অনুমতি জন্য সরকারিভাবে আমরা রাজস্বগ্রহণ করে থাকি। প্রতি ফুলঝাড়ুর ব্রোম ৩৫ পয়সা করে রাজস্ব সরকারের ফান্ডে জমা হয়। যার হিসেবে প্রতিটি ট্রাকে আমরা ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত রাজস্ব সরকারের তহবিলে জমা দিচ্ছি।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন