ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় প্রাকৃতিক রাবারের বাজারে ধস

চীনের করোনাভাইরাস বিশ্বের অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়ায় বিভিন্ন পণ্যের বাজার ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্প্রতি অন্যান্য পণ্যের মতো এর প্রভাব পড়েছে প্রাকৃতিক রাবারের বাজারেও।

বাজারে সর্বশেষ কার্যদিবসে টোকিও কমোডিটি এক্সচেঞ্জে প্রাকৃতিক রাবারের মূল্য কেজিপ্রতি ৮ ইয়েনের (জাপানি মুদ্রা) বেশি কমে গেছে।

টোকিও কমোডিটি এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি প্রাকৃতিক রাবার বিক্রি হয়েছে ১৭২ দশমিক ২ ইয়েন বা ১ ডলার ৫৬ সেন্টে, যা গেল কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ২ ইয়েন কম।

আরও পড়ুন : মেক্সিকো সীমান্ত বন্ধে ট্রাম্পের গুরুত্বারোপ

মাত্র একদিনের ব্যবধানে পণ্যটির মূল্য কমেছে  ৪ দশমিক ৫ শতাংশ। কার্যদিবসের শুরুতেই প্রতি কেজি প্রাকৃতিক রাবারের দাম ১৭১ দশমিক ৬ ইয়েনে নেমেছিল। যা গেল ৪ ফেব্রুয়ারির পর এটাই প্রাকৃতিক রাবারের সর্বনিম্ন দাম।

আনন্দবাজার/ এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন