ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পেশাগত জীবনে সাফল্য পেতে যা করনীয়

পড়াশুনা শেষ করে সবাই পেশাগত জীবনে পা রাখেন। এই ধাপে পা রাখার সাথে সাথে কিছু নতুন দায়িত্বও যোগ হয় মানুষের জীবনে। তবে পেশাগত জীবনে পেতে হলে কিছু বিষয় মেনে চলতে হয়।

পেশাগত জীবনে খুব ঠাণ্ডা মাথায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আর বড় কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আসুন জেনে নেই সফলতা পাওয়ার কয়েকটি উল্লেখযোগ্য বিষয়-

* সরি বলতে শিখুন : মানুষ মাত্রই ভুল হয়। হয়ত কারো কম, কারো বা বেশি।  নিজের ভুল স্বীকার করে পদ ও পদবীতে জুনিয়র কাউকে সরি বলতে সংকোচ হয় বা আত্মসম্মানে লাগে। কিন্তু পেশাগত জীবনে সফলতা পেতে হলে এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

* আয়-ব্যায়ের সমন্বয় : আয় ও ব্যায়ের সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ।  হিসেব করে খরচ করুন তাহলেই দেখবেন আপনার উন্নতি হবে।

* বন্ধু আর সহকর্মীর মধ্যে পার্থক্য করতে শিখুন : সহকর্মীর সাথে বন্ধুত্ব হতেই পারে। তবে ভেবেচিন্তে বন্ধুত্ব করুন যাতে পড়ে আপনাকে কোন বিপদে না পড়তে হয়।

আরও পড়ুন : গ্রাহকরা যেন সঠিকভাবে বীমার টাকা পায় : প্রধানমন্ত্রী

*মূল্যবোধ ঝালিয়ে নিন : প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব মূল্যবোধ থাকে।  নিজের সেই মূল্যবোধকে আরেকবার ঝালিয়ে নিন। পেশাগত জীবনে এমন কিছু কাজ করতে হতে পারে যা আসলে আপনার মূল্যবোধের ঠিক বিপরীত। তাই কৌশল জানতে হবে তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

আনন্দবাজার / এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন