ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোনের সংযোগ

অবৈধ পথে আনা অথবা দেশে তৈরি নকল মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অচিরেই।চোরাই পথে আনা যেসব মোবাইল ২০১৯ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কে সক্রিয় রয়েছে সেসব বন্ধ হয়ে যাবে।রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছেন।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে তার বৈধতা বা আইএমইআই যাচাই করে নেবার গ্রাহকদের অনুরোধ করেছিলেন। সেই সঙ্গে দোকানদারের কাছ থেকে রশিদ নেওয়ার ব্যাপারে খেয়াল রাখতে বলেছিল বিটিআরসি।

এর আগে অনেক কয়েকবার এ বিষয়ে দেশের মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করেছে বিটিআরসি। সংস্থাটি এজন্য কয়েক বছর থেকেই বৈধ মোবাইল ফোনের আইএমইআই ডেটাবেইজ চালু করা শুরু করেছে। তারই ধারবাহিকতায় গত বছরের ২২ জানুয়ারি আইএমইআই ডেটাবেইজ চালু করে বিটিআরসি।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন