ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মেক্সিকো সীমান্ত বন্ধে ট্রাম্পের গুরুত্বারোপ

সম্প্রতি মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার ব্যাপারে গুরুত্ব সহকারে ভাবছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনাভাইরাসের প্রভাব যেন ছড়িয়ে না পড়ে সে কারণনি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মেক্সিকোতে এখন পর্যন্ত মাত্র তিনজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এরপরও মার্কিন প্রেসিডেন্ট দেশটির সাথে আমেরিকার সীমান্ত বন্ধ করে দেয়ার কথা বলছেন। অপরদিকে, কানাডায় ১৬ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরও কানাডা সীমান্ত বন্ধ করার ব্যাপারে কিছুই বলেননিদেশটির প্রেসিডেন্ট।

আরও পড়ুন : কুষ্টিয়ায় শুরু হল পুনাক বাণিজ্য মেলা

এর আগেও, বেশ কয়েকবার মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার জন্য দেয়াল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হাতে নিলেও তা কার্যকর করা হয়নি।

আনন্দবাজার / এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন