ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শুরু হল পুনাক বাণিজ্য মেলা

সম্প্রতি কুষ্টিয়ায় শুরু হয়েছে বাণিজ্য মেলা। কুষ্টিয়ার পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগেই মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। আজ রবিবার দুপুরে কুষ্টিয়া হাইস্কুল মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি শারমিন আক্তার।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গোলাম সবুর, আজাদ রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভাপতি কানিজ ফাতেমা নিলাসহ আরও অনেকে।

আরও পড়ুন : যশোরে ভুট্টা চাষের পরিমাণ বেড়েছে দিগুন

মেলায় দেশি-বিদেশি পণ্যের শতাধিক স্টলে রয়েছে ক্রেতাদের জন্য। পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে অনেক রকম রাইড। মেলায় প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এই ব্যাপারে শারমিন আক্তার বলেন, মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যেদের চিকিৎসা, লেখাপড়াসহ অন্যান্য খাতে ব্যয় করা হবে। এবং সবাইকে মেলায় আসার অনুরোধও জানিয়েছেন।

আনন্দবাজার / এইচ এস কে 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন