ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ভুট্টা চাষের পরিমাণ বেড়েছে দিগুন

যশোরের চৌগাছায় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। পূর্বের লক্ষ্যমাত্রার চেয়ে দিগুন জমিতে ভুট্টা চাষ করছেন তারা। চলতি বছরের মৌসুমে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৫০ হেক্টর জমিতে।

কিন্তু সেই লক্ষ্য ছাড়িয়ে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা ৪৭৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ করছেন।

এই ব্যাপারে কৃষকরা বলেন, এ বছর ধানের দাম কমে যাওয়ায় এবারই প্রথম ভুট্টার চাষ করছে তারা। তবে এ বছর ফলন ভালো হলে এবং বাজারে আশানুরূপ মূল্য পেলে আগামী বছরও ভুট্টা চাষ করবেন বলে জানান তারা।

আরও পড়ুন : পেঁয়াজ বাজারে আচমকা ধস

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন জানান, বহু জাতের ফসলের আবাদ না করলে কৃষকরা লাভবান হতে পারে না। তাছাড়া ধানের দাম কমে যাওয়ায় বেশিরভাগ কৃষকই ভুট্টা চাষ করেছেন। আমি ও আমার সহকর্মীরা কৃষকদের পরামর্শসহ নানা সহযোগিতা করছি।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন