ঢাকা | সোমবার
৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাসের মধ্যে আসবে করোনার প্রতিষেধক

আগামী তিন মাসের মধ্যে বাজারে আসবে করোনা ভাইরাসের প্রতিষেধক। এমনটাই দাবি করেছে ইসরাইলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অফির আকুনিস। একটি বিজ্ঞপতিতে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।

ইসরাইলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী অফির আকুনিস ওই বিজ্ঞপতিতে বলেন, ইসরাইলের বিজ্ঞানীরা কয়েক সপ্তাহের মধ্যেই করোনার প্রতিষেধক তৈরি করতে সক্ষম হবেন। এরপর আগামী ৯০ দিনের মধ্যে এটি পাওয়া যাবে।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ইসরাইলের গ্যালিলি রিসার্চ ইন্সটিটিউটে ২৬০ জন বিজ্ঞানী ৫৩টি ল্যাবে কোভিড-১৯ (করোনা) ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ করছেন।

গ্যালিলি রিসার্চ ইন্সটিটিউটের সিইও ডেভিড জিগডোন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া দেখে আমরা প্রতিষেধক তৈরির সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রতিষেধকটি রোগীদের খেতে হবে। আমরা শিগগিরই এটি বাজারে আনার চেষ্টায় আছি।

এর আগে মার্কিন কোম্পানি মডের্নার পক্ষ থেকে বলা হয়েছিলো শিগগিরই তারা করোনা ভাইরাসের প্রতিষেধকের পরীক্ষা মানবদেহে চালাবে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন