ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমতে শুরু করেছে আদার দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে আদার আমদানি। ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ায় খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম।

খুচরা বাজারে আদা বিক্রি হচ্ছে কেজিতে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও বাজারে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে।

হিলি বাজারের আড়তদাররা বলছেন, রমজানকে কেন্দ্র করে আমদানিকারকরা বেশি পরিমাণে আদা আমদানি করছে। যে কারণে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে আদার সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে পণ্যটির দাম।

হিলি বাজারে আদা কিনতে আসা মতিউর রহমান জানান, কিছু দিন আগে আদার দাম ১২০ টাকা ছিল। আজ কিছুটা দাম কমেছে, এই জন্য ৫ কেজি কিনলাম।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গত তিন মাসে এই বন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩১৯ মেট্রিক টন আদা আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকা।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন