ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শাওমির নতুন ফোন

শাওমির এ সিরিজের ডুয়েল রিয়ার ক্যামেরার স্মার্টফোন রেডমি ৮এ সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে। এতে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সমর্থিত একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে পারফেক্ট পোট্রেটের জন্য। শাওমির এআই (আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স) সিন ডিটেকশন এবং এআই পোট্রেট মুডের সমন্বয়ে এর হার্ডওয়্যারটি প্রস্তুত করা হয়েছে। সেলফি, ভিডিও কল ও এআই ফেস আনলক সুবিধা দিতে ফোনটির ফ্রন্টে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

রেডমি ৮এ ডুয়েল, রেডমি ৮এ তে অরা ওয়েভ গ্রিপ ডিজাইনের উন্নত ও সম্পূর্ণ নতুন সংস্করণ অরা এক্সগ্রিপ ডিজাইন থাকছে। অরা এক্সগ্রিপ ডিজাইন ফোনের রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় দারুণ মেশ প্যাটার্নের সঙ্গে আরো ভালো গ্রিপ দেওয়ার মাধ্যমে একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিবে।

রেডমি ৮এ ডুয়েলে থাকছে ৬.২ ইঞ্চির ডট নচ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। ৫০০০এমএএইচ উচ্চ ক্ষমতাসম্পন্ন টু-ডে ব্যাটারি রয়েছে ফোনটিতে। যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে। সী ব্লু, স্কাই হোয়াইট এবং মিডনাইট গ্রে এই তিনটি রঙে পাওয়া যাবে রেডমি ৮এ ডুয়েল।

২৭ ফেব্রুয়ারি থেকে রেডমি ৮এ ডুয়েলের ৩জিবি+৩২ জিবি ভ্যারিয়েন্ট ১২ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে শোরুম গুলোতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন