ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত হল জয় শাহরিয়ারের ‘তুমি’

প্রকাশিত হল সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন গান ‘তুমি’। ইশতিয়াক আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। শনিবার আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়েছে।

গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে আন্দামানের হ্যাভলক আইল্যান্ডে।

ভিডিওটি পরিচালনাও করেছেন জয় শাহরিয়ার। এছাড়া চিত্রায়ন করেছেন জেসমিন নাহার ও সম্পাদনা করেছেন বর্ন চক্রবর্তী।

জয় বলেন, এ বছর আমার প্রথম গান ‘তুমি’। বরাবরের মতো আমার মতন করেই করেছি গান, তবে এই সময়ের সাউন্ডস্কেপ রাখার চেষ্টা করেছি। প্রথমবারের মত প্রিয় লেখক ইশতিয়াক আহমেদের কথায় গান বাঁধতে ভালো লেগেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন