ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হলো ডিজিটাল ব্যাংকিং মেলা

পাঁচটি ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা শুরু হয়েছে দেশের ২০ স্পটে। শনিবার একযোগে শুরু হয় এ মেলা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এ মেলার উদ্বোধন করেন।

ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড।

ডিজিটাল ব্যাংকিং মেলার অন্যান্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ঢাকার খিলগাঁও গালর্স হাইস্কুল, মিরপুর ইনডোর স্টেডিয়াম, ক্ষুদে পন্ডিতের পাঠশালা, ওয়ারী, টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মাঠ, মতিঝিল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গুলশান ও মাহবুব ইনস্টিটিউট, শাহজাহানপুর।

তাছাড়া, মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি, যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল, সিলেট মোহাম্মদ আলী জিমনেশিয়াম, নোয়াখালী জিলা স্কুল মাঠ, চট্টগ্রামের চিটাগং ক্লাব, রাজশাহী সিটি কর্পোরেশন ভবন, খুলনা পাবলিক হল, বরিশাল বিএম কলেজ, রংপুর টাউন হল, কুমিল্লা টাউন হল, বগুড়া শহীদ তিতু অডিটোরিয়াম, কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠ এবং ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন