ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুদে বিজ্ঞানীর তৈরি রোবট রবিন!

রোবট বানিয়ে আলোড়ন সৃষ্টি করেছে বরিশালের ছেলে শুভ কর্মকার। বাংলা এবং ইংরেজি ‍দুই ভাষাতেই কথা বলতে পারে তার তৈরি এই রোবট। শনিবার (২৯ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে শুভকে দেয়া হয়েছে সংবর্ধনা।

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় উৎসাহ বাড়াতে শুভকে দেয়া হয় ১ লাখ টাকা। চেম্বারের পরিচালক মঈনউদ্দিন আব্দুল্লাহ শুভর এই রোবটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শুভ ২০১৮ সালের ২০ মে রোবট তৈরির কাজ শুরু করে ২০১৯ সালের ২২ জানুয়ারি প্রাথমিক কাজ শেষ করে সবার সামনে নিয়ে এসেছিল ‘রবিন’কে।  রোবট বানানোর পর থেকেই এলাকায় নতুন করে পরিচিত হয়েছে ‘খুদে বিজ্ঞানী’ হিসেবে।

শুভ কর্মকার বলেন, কথা বলা ছাড়াও এটি সুরক্ষা ও নিরাপত্তার কাজেও ব্যবহার করা সম্ভব। রোবটটি একজন শিক্ষক, প্রাথমিক চিকিৎসক, একজন কৃষি বিষয়ক পরামর্শদাতা কিংবা রিসিপশনিস্ট হিসেবে কাজ করতে পারবে। আবার কোথাও আগুন লাগলে প্রথমে সে নেভানোর চেষ্টা করবে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সয়ংক্রিয়ভাবে গুগল ম্যাপের মাধ্যমে ওই ঠিকানাসহ নিকটস্থ ফায়ার সার্ভিসকে সংবাদ পাঠাবে সে।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন বিষয়ে জাতীয় পর্যায়ে ২য় হয়ে ২০১৮ সালের ১৫ মে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে পুরস্কার লাভ করে শুভ। এরপর ২০১৯ সালের ২৭ জুন ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরস্কার লাভ করে। এছাড়াও সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯ এ বিজ্ঞান বিষয়ে বিভাগীয় পর্যায়ে ১ম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে ২০১৯ সালের ১৭ জুলাই ‘বছরের সেরা মেধাবী’ পুরস্কার পায় শুভ কর্মকার।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন