ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিয়ারের ব্যবসায় ধস

করোনাভাইরাস এর কারণে বড়সড় ক্ষতির সম্মুখে পড়েছে পানীয় প্রতিষ্ঠান ‘এবিইনবেভ’। ভাইরাসটি ছড়ানোর পর দুই মাসে কোম্পানির ক্ষতি হয়েছে প্রায় ১৭০ মিলিয়ন ডলার (১ হাজার ৪৪১ কোটি টাকারও বেশি)।

এই ভাইরাসের ‘করোনা’ নামেই  একটি বিয়ার বাজারে আছে ‘এবিইনবেভ’র। মূলত এই বিয়ার নিয়েই সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়তে হচ্ছে পানীয় প্রতিষ্ঠানটিকে।

এক সূত্রে জানা গেছে, ‘করোনা’ বিয়ার যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয়। বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে। কিন্তু  চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সমস্যা তৈরি হয় এই বিয়ার বিক্রিতে। চলতি বছর শুরুর প্রথম দুই মাসেই ‘এবিইনবেভ’র ক্ষতি হয়ে গেছে ১৭০ মিলিয়ন ডলার।

ব্লুমবার্গের প্রতিবেদন জানান, করোনাভাইরাস ছড়ানোর পর ‘করোনা’ নামে বিয়ারটি নিয়ে সাধারণ মানুষ নানান মজার ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয় ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও প্রচুর শেয়ারও হয়। এতে বিয়ারটির ব্যাপারে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুন : নিরাপত্তাহীনতায় ভুগছে শাহজালাল বিমানবন্দর।

একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, একসময়ের জনপ্রিয় বিয়ার ‘করোনা’র বিক্রি দুই বছরের মধ্যে এবারই সর্বনিম্ন। এই ব্যাপারে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিয়ারের মধ্যে গিনেস এবং হেইনেকেনের পর ‘করোনা’ আমেরিকার তৃতীয় জনপ্রিয় ব্র্যান্ড হলেও ভাইরাসের নামে এর নাম হওয়ায় শঙ্কিত সবাই। এবং বিক্রিতে অনেক বাধাগ্রস্থ হচ্ছে।

আনন্দবাজার/ এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন