ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্রোকলি’তেই স্বপ্ন বুনলেন রানা

দীর্ঘদিন সৌদিতে থেকে দেশে ফেরার পর নান জটিলতার কারণে আর বিদেশ যাওয়া হয়নি মাহমুদ রানার (৩৫)। এরপর বেকার হয়ে পড়ায় দেশেই তিনি পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে শাক-সবজি চাষ শুরু করেন।

বিগত কয়েক মৌসুমে তিনি ব্রোকলি চাষ করে বেশ লাভবান হয়েছেন। তাই তিনি এখন বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন। তিনি এখন দেশে থেকেই গাঢ় সবুজ ব্রোকলি চাষে স্বপ্ন দেখছেন।

এই ব্যাপারে মাহমুদ রানা জানান, গেল কয়েক বছরে আমাকে দেখে আরও অনেক কৃষকই ব্রোকলি চাষ শুরু করেছেন এবং অনেক লাভবানও হয়েছেন। আগামী বছরে আরও ২-৩ বিঘা বেশি জমিতে ব্রোকলি চাষ করবো। বিদেশ থেকে ফেরার পর বিদেশ যাওয়ার কথা ভাতাম। কিন্তু এখন সেই চিন্তা আর করি না।

আরও পড়ুন : নিরাপত্তাহীনতায় ভুগছে শাহজালাল বিমানবন্দর।

কারণ সবজি চাষ করে ভালো ফলন পাচ্ছি। ঢাকার হোটেল এবং বাজারগুলোতে যত চাইনিজ সবজি আছে সব আমাদের এখান থেকেই সরবারাহ করা হয়।  বাজারেও ব্রোকলি ব্যাপক চাহিদাও রয়েছে। তবে আমরা যদি কৃষি ঋণ পেতাম তাহলে আরও বেশি জমিতে চাষ করতাম।

সাভার উপজেলার কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ জানান, সাভারে এবার প্রায় ৮০ হেক্টর জমিতে এই সবজি চাষ করা হচ্ছে। এ সবজির প্রসার দিন দিন বাড়ছে। তাই বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন কৃষকরা। এছাড়া কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

আনন্দবাজার/ এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন