ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

সব নাটকীয়তা ভেঙ্গে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন মহিউদ্দিন ইয়াসিন। দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দেন রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।আগামীকাল (১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি শপথ গ্রহন করবেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহথির মোহাম্মদ। পরবর্তীতে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়।

২০১৮ সালের নির্বাচনের পর মাহাথির মোহাম্মদ প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

 

আনন্দবাজার/এফ এম

সংবাদটি শেয়ার করুন