ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে পাঁচ দিন ব্যাপী নাটুয়া যাত্রা উৎসব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী এবং ‘চলন নাটুয়া’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে পাঁচ দিন ব্যাপী নাটুয়া যাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল ধারা যাত্রা। আকাশ সংস্কৃতির আগ্রাসনে যাত্রা হারিয়ে যেতে বসেছে। যাত্রা চর্চার মধ্য দিয়ে ‘চলন নাটুয়া’ আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে।

‘চলন নাটুয়া’র সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন লোক নাট্য গবেষক কাজী সাঈদ হোসেন দুলাল এবং স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহব্বায়ক নূরে আলম সিদ্দিকী।

ধূপইল শহীদ মিনার প্রাঙ্গনে নব নির্মিত ধূপইল-৭১ মে আয়োজিত অনুষ্ঠানে নাট্যাঙ্গনে অবদানের জন্য অধ্যাপক অলোক মৈত্র এবং আব্দুল মালেককে ধীরাজ সুর নাট্যজন সম্মাননা প্রদান করা হয়। শেষে ‘চলন নাটুয়া’র মা মাটি মানুষ যাত্রা মঞ্চস্থ হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন