ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা ভাষায় জেমস বন্ডের নতুন সংস্করন

জেমস বন্ড সিরিজের ২৫তম সংস্করণ ‘নো টাইম টু ডাই’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে চলতি বছরের এপ্রিলে। ছবির প্রচারণার অংশ হিসাবে এই প্রথম উপমহাদেশের ১০টি ভাষায় সিনেমাটির ট্রেলারটি প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়ার ইউটিউবে চ্যানেলে প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত ‘নো টাইম টু ডাই’র বাংলা ভাষায় ট্রেলার।

শুধু বাংলায়ই নয় একই দিনে হিন্দি, তামিল, ভোজপুরি, তেলুগু, পাঞ্জাবি, মালয়ালম, মারাঠি, কন্নড় ও গুজরাটি ভাষায় সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া।

ছবিটির গল্পে দেখা যাবে, জ্যামাইকায় শান্ত জীবনযাপন করছে জেমস বন্ড। একদিন পুরনো এক বন্ধু সহযোগিতা জন্য যায় বন্ডের কাছে। বন্ধুর আহ্বানে সাড়া দিয়ে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধারের অভিযানে নামে বন্ড।

ট্রেলারে দেখা যায়, ‘নো টাইম টু ডাই’ একটি গুপ্তচর-অ্যাকশানধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা এবং মেট্রো গোল্ডউইন মেয়ার। এছাড়া ছবিটি ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন