ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় রসুনের বাম্পার ফলন

বাজারে ব্যাপক চাহিদা রসুনের। পাশাপাশি সন্তোষজনক মূল্য পাওয়ায় এ বছর রসুন চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে কৃষকদের। তাই চলতি বছর রাজশাহীর পুঠিয়ায় রেকর্ড পরিমান জমিতে চাষ করা হয়েছে রসুনের। আবহাওয়া অনুকুলে থাকলে এবার এ অঞ্চলে রসুন উৎপাদনে বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ছয়টি ইউপি এলাকায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে রসুন চাষ করা হয়েছে। যা বিগত বছরের তুলনায় প্রায় ৮০০ হেক্টর বেশী জমি। ধারণা করা হচ্ছে চলতি বছর প্রায় ১৯ হাজার ২৫০ মে.টন রসুন উৎপাদন হওয়া সম্ভব।

আরও পড়ুন : নিরাপত্তাহীনতায় ভুগছে শাহজালাল বিমানবন্দর।

কৃষক হাসেম জানান, গেল বছর আমি এক বিঘা জমিতে রসুন চাষ করেছিলাম এবং মূল্যও ভালো পেয়েছিলাম। এবার বাজারে রসুনের সন্তোষজনক মূল্য ও চাহিদা। তাই এ বছর প্রায় আড়াই বিঘা জমিতে রসুন চাষ করেছি। বর্তমানে রসুনের যে অবস্থা তাতে বিগত বছরের চেয়ে বেশি ফলন পাব।

আনন্দবাজার / এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন