ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক নিরাপদে থাকেলেও সর্বোচ্চ ঝুঁকিতে আর্থিক খাত

বড় ধরনের দরপতনের কবলে পড়ে অবমূল্যায়িত হচ্ছে ভালো কোম্পানির অনেক শেয়ার। এ পরিস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাংকের শেয়ার নিরাপদ অবস্থানে থাকলেও  আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সব থেকে বেশি ঝুঁকিতে।

শেয়ারবাজার সূত্রে জানা যায়, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি মূল্যায়নের অন্যতম হাতিয়ার মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। যে প্রতিষ্ঠানের পিই যত কম, ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ ঝুঁকি তত কম। সাধারণত যেসব প্রতিষ্ঠানের পিই ১০-১৫ এর মধ্যে থাকে সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ অনেকটাই ঝুঁকি মুক্ত।

গত সপ্তাহে বড় ধরনের দরপতনের কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৮ পয়েন্টে। পিই রেশিও ১২-এর ওপরে থাকলেও ব্যাংক খাতের পিই অবস্থান করছে মাত্র ৬ দশমিক ৮৭ পয়েন্টে। ব্যাংকের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে নিরাপদ অবস্থানে রয়েছে আরও ৫টি খাত। এর মধ্যে রয়েছে- বীমা, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিযোগাযোগ এবং সেবা ও আবাসন।

অন্য দিকে সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে আর্থিক খাত। এ খাতের পিই ৫১ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে। আর্থিক খাতের পাশাপাশি বেশি ঝুঁকিতে রয়েছে- কাগজ ও মুদ্রণ, সিমেন্ট, ভ্রমণ এবং পাট খাত। এ চারটি খাতের পিই রেশিও ৩০ পয়েন্টের ওপরে রয়েছে।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন