ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কমলো পেঁয়াজের দাম

দীর্ঘ দুই মাস ধরে শতকের নিচে নামছিল না পেঁয়াজের দাম। এই দুই মাস প্রতি কেজি পেঁয়াজ কিনতে হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়। তবে এবার হুট করে সুসংবাদ এলো পেঁয়াজের বাজারে। প্রতি কেজিতে দাম কমেছে ১৫ থেকে ৩০ টাকা।

ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরই দরপতন হয় পেঁয়াজের বাজারে। ফের পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে ভারত থেকে।

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। আগামী রবিবার বা সোমবার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হতে পারে। এ খবরে কৃষকরা তাদের পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। যারা এ মসলাটি স্টকে রেখেছিলেন তারাও সব ছেড়ে দিচ্ছেন। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। যে কারণে দাম কমতে শুরু করেছে।

কাওরান বাজারের পাইকারী বাজারে মানভেদে খুচরা পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা দুদিন আগেও ছিল ১২০ টাকা। তবে দাম কমেছে শোনা গেলেও রাজধানীর বিভিন্ন মুদি দোকানগুলোতে ১০০ টাকা কেজির নিচে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন