ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন বীমা খাত

জাতীয় বীমা দিবসে ‘বীমা খাতের উন্নয়ন না ঘটলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না’ বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম পাটোয়ারী।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি শেষে তিনি একথা জানান। দেশে প্রথমবারের মতো আয়োজিত বীমা দিবসের র‌্যালিতে অংশ নিতে সকাল থেকেই জড়ো হতে থাকেন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধি।

বর্ণাঢ্য র‌্যালিটি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিউটের সামনে থেকে আরম্ভ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে হয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান গেটে এসে শেষ হয়। এবারের বীমা দিবসের প্রতিপাদ্য ছিল ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি।’

 

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন