ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওষুধ খাত

গত সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওষুধ খাতের শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি। গত সপ্তাহে গড়ে প্রতিদিন ১০৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে খাতটিতে।

গত সপ্তাহে বস্ত্র খাত গড়ে ৯৩ কোটি ৮৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠেছে। এবং প্রকৌশল খাত ৮৪ কোটি ২৭ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫১ কোটি ১৭ লাখ টাকার ,ব্যাংক খাতে ৩৬ কোটি ১ লাখ টাকার, বিবিধ খাতে ৩১ কোটি ২৪ লাখ টাকার, খাদ্য ও বিবিধ খাতে ৩০ কোটি ২৬ লাখ টাকার, বীমা খাতে ২৭ কোটি ১২ লাখ টাকার, টেলিকমিউনিকেশন খাতে ২৬ কোটি ৯৪ লাখ টাকা, সিমেন্ট খাতে ২৩ কোটি ৩ লাখ টাকার, তথ্য প্রযুক্তি খাতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার, লিজিং খাতে ১০ কোটি ৯৮ লাখ টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১০ কোটি ৭৮ লাখ টাকার, ট্যানারি খাতে ১০ কোটি ৩২ লাখ টাকার, ভ্রমন ও অবকাশ খাতে ৯ কোটি ৭৫ লাখ টাকার, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৭ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন