ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মাসে দর কমেছে সাত কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির মধ্যে গত এক মাসে শেয়ারদর কমেছে সাত কোম্পানির। এবং শেয়ারদর বেড়েছে বাকি পাঁচ কোম্পানির। সবচেয়ে বেশি দর কমেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। এবং সবচেয়ে বেশি বেড়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে তামাক খাতের বহুজাতিক কোম্পানি বিএটিবিসির শেয়ারদর কমেছে ৯ দশমিক ১০ শতাংশ বা ৯৮ টাকা ৭০ পয়সা। গত ২৯ জানুয়ারি ছিল ১ হাজার ৮৫ টাকা ১০ পয়সা। বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে যা কমে দাঁড়ায় ৯৮৬ টাকা ৪০ পয়সা।

শেয়ারদর কমায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। দর কমায় সর্বশেষ অবস্থানে রয়েছে দেশের শীর্ষ রঙ উৎপাদনকারী কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে এক মাসে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জিএসকে বাংলাদেশের। দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান সময়ে দেশের সবচেয়ে আলোচিত টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার। তৃতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। দর বৃদ্ধিতে সর্বশেষ রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন