ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে মুসলিমদের ওপর গণহত্যা চলছে : এরদোয়ান

দিল্লির সহিংসতার জন্য তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।তিনি বলেছেন, বর্তমানে ভারত এমন একটি দেশে পরিণত হয়েছে, যেখানে গণহত্যা ব্যাপক আকার ধারণ করেছে

তিনি আরও বলেনে, কোন গণহত্যা? মুসলিম গণহত্যা। কারা এই হত্যা করছে? উগ্র হিন্দুরা। এসময় সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

দিল্লিতে প্রাইভেট পড়তে যাওয়া শিশুরাও দাঙ্গাবাজদের কবল থেকে রক্ষা পাই নি বলে অভিযোগ করেছেন এরদোয়ান। তিনি বলেন, শিশুদের ধাতব লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। ধরনের মানুষ কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবে।

এই নিয়ে টানা ছয়দিন ধরে দিল্লিতে চলছে হিন্দুত্ববাদীদের তাণ্ডব। গেল ২৩ ফেব্রুয়ারি শুরু হয় এই গণহত্যা। আজ শুক্রবার (২৮ফেব্রুয়ারি) পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন