সম্প্রতি করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে সারা বিশ্ব।মধ্যপ্রাচ্চের দেশ ইরান করোনা আতঙ্কে তাদের শুক্রবারের জুমার নামাজ বাতিল করেছে। এরই মধ্যে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
ইরানে করোনাভাইরাস শনাক্ত করতে ২০ হাজার আধুনিক প্রযুক্তির কিট দিয়েছে চীন। উপকরণগুলো শুক্রবার ইরানে এসে পৌঁছেছে । ইরানে চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া স্থানীয় গনমাধ্যমকে এই কথা জানিয়েছেন।
চ্যাং হুয়া বলেন, করোনাভাইরাস প্রতিহত করার জন্য চীন আরও সহযোগিতা পাঠাবে। তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ ভাইরাস প্রতিহতের জন্য সাহায্য পাঠানোর কথা জানিয়েছে।সেগুলো এখনও বিশ্লেষণ করা হচ্ছে। চীন থেকেই র্সবপ্রথম চালান পাঠানো হয়েছে। চীন করোনাভাইরাস শনাক্তের কিট এবং অন্যান্য উপকরণ দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
স্বাস্থ্য পরীক্ষার এই উপকরণ প্রয়োজন হয় শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করতে।
গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি জানিয়েছিলেন চীনের পাঠানো কিটসহ বিভিন্ন উপকরণ শুক্রবার দেশে এসে পৌঁছাবে। এর আগে চীনের জন্য মাস্ক পাঠিয়েছিল ইরান।
আনন্দবাজার/টি এস