মুক্তির অপেক্ষায় রয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত আলোচিত সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২। এ সিনেমায় অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। এটি এই জুটির প্রথম সিনেমা।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা হবে। সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান এ তথ্য দেন। গতকাল দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমার ফার্স্টলুক প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশিত ফার্স্টলুক পোস্টারে তাদের দুজনকে বেশ আনন্দিত দেখা গেছে। এতেই বোঝা যায়, সিনেমায় দুই তারকার ভরপুর রসায়ন পাবেন দর্শকরা।
এ সম্পর্কে পরিচালক ও অভিনেতা বলেন, তারকা বহুল সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমা। দর্শক বাপ্পী ও অপুকে নতুনরুপে দেখতে পাবেন এ সিনেমায়। এতে বাপ্পীর চরিত্রের নাম আবির আর অপুর ঈশানা। আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। গানে কণ্ঠে দিয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, সাধনা সারগম, আকাশ সেন, ইমরান ও লিজা।
আনন্দবাজার/তা.অ