ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে তুরস্কের ৩৩ সেনা নিহত

সিরিয়ার ইদলিব এলাকায তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে রাশিয়ার সমর্থিত আসাদবাহিনীর মধ্যে হামলা হয়। এরই জোরদারের দেশটির জলসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রুশ সমর্থিত আসাদ বাহিনীর এ বিমান হামলায় অন্তত ৩৩ জন তুর্কি সেনা নিহত হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আল জাজিরার খবরে জানানো হয়, সিরিয়ার সরকারি বাহিনী এবং তুরস্ক মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে নতুন করে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া।

জানা গেছে, এ হামলা পর জরুরি বৈঠকে বসেছে এরদোয়ান সরকার। এ বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছিলেন। ২০১৬ সালে সিরিয়ায় সেনা পাঠানোর পর প্রথমবারের মতো একদিনে এত সংখ্যক তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রাশিয়া দাবি, তুরস্ক তাদের সেনাদের অবস্থানের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি সেনারা যুদ্ধক্ষেত্রে সন্ত্রাসীদের সাথে অবস্থান করার জন্য তারা এ হামলার শিকার হয়েছে।

তুরস্কের সাথে মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আসাদ সরকারের মুখোমুখি সংঘর্ষের জন্য রুশ-তুর্কি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে ভূমধ্য সাগরে ক্যালিবার ক্রুজ মিসাইলবাহী দুটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে রাশিয়া।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন