ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমী কৃষকে চলছে জমজমাট বোরো চাষ

কুমিল্লায় ১৭টি উপজেলাতেই শুরু হয়েছে জমজমাট বোরো চাষ। এই কৃষিকাজ করেই বেশিরভাগ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। প্রতি বছর এই মৌসুমে এখানে এসে তারা সম্মিলিতভাবে বোরো চাষ করে।

এই ব্যাপারে কৃষক আনিছ জানান, কুমিল্লায় এই মৌসুমে আমরা চুক্তিতে কাজ করি। এক কানি (৪০ শতাংশ) বোরো আবাদ করতে আমরা ২ হাজার টাকা করে নেই। গড়ে প্রতি দিন আমরা প্রায় আড়াই থেকে তিন কানি জমিতে বোরো আবাদ করি। গড়ে আমরা প্রত্যেকে ৮০০ টাকা থেকে এক হাজার টাকা রোজগার করি। খরচ গিয়ে আমাদের প্রায় ৬০০ টাকা থাকে। এবং এই আয় থেকেই আমরা পড়াশুনা ও সংসার চালাই।

আরও পড়ুন : করোনায় কাঁকড়া-কুঁচিয়া ব্যবসায়ীদের ৪০০ কোটি টাকা লোকসান

কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে কুমিল্লা জেলায় ১ লক্ষ ৯০ হাজার ৫৪০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এখন পর্যন্ত ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এবার সব কিছু ঠিকঠাক থাকলে বিগত বছরের তুলনায় কুমিল্লায় বোরোর বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন