বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশই বেড়ে যাওয়ায় আগামী ১৫ মার্চ পর্যন্ত সব ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করেছে সুইস ফুড জায়ান্ট নেসলে। গত মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) কোম্পানিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কোম্পানিটির এক মুখপাত্র জানান, ‘বিশ্বজুড়ে আমাদের সমস্ত কর্মীকে আগামী ১৫ মার্চ পর্যন্ত ব্যবসায়ের উদ্দেশ্যে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এই পদক্ষেপ পর্যালোচনা করা হবে।’
মুখপাত্র আরও জানান, ‘আমরা আমাদের সকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
উল্লেখ্য, বিশ্বব্যাপী নেসলের প্রায় ২ লাখ ৯১ হাজার কর্মী। বিভিন্ন শিশুখাদ্যসহ বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় নেসক্যাফে, ম্যাগি নুডলসের মতো ব্র্যান্ডগুলোর মালিক নেসলে।
আনন্দবাজার/শাহী