ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাহ পালনে সৌদি যেতে নিষেধাজ্ঞা

সম্প্রতি ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কায় মসজিদে নববী সফর ও ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওমরাহ করতে বা মদিনায় মসজিদে নববীতে যেতে আগ্রহীদের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে দেশগুলোতে করোনাভাইরাস ভয়ঙ্কর রুপ নিয়েছে, সেসব দেশের পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে। এছাড়া সৌদি আরব থেকে জাতীয় আইডি কার্ড ব্যবহার করে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে।

প্রতি বছর ৭০ লাখ লোক ওমরাহ করতে সৌদি আরবে যান। তাদের বেশির ভাগই জেদ্দা ও মদিনায় অবতরণ করেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন