ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে হুয়াওয়ের মেট ৩০ প্রো

হুয়াওয়ের ফ্লাগশিপ স্মার্টফোন মেট ৩০ প্রো আসছে বাংলাদেশের বাজারে। বিশ্ববাজারে আসার আগে থেকেই ফোনটিতে গুগল থাকবে কিনা এ নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। শেষ পর্যন্ত গুগল ছাড়াই ফোন তৈরি করে সবার দৃষ্টি কাড়ে হুয়াওয়ে।

অপারেটিং সিস্টেমের বিকল্প প্রস্তুতি থাকলেও হুয়াওয়ের এ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ওএস নিয়েই জার্মানির মিউনিখ শহরে পর্দা উন্মোচন করে। তবে অ্যান্ড্রয়েড ওএস হিসেবে থাকলেও স্মার্টফোনটিতে থাকছে না গুগল মোবাইল সার্ভিসের সেবা।

হুয়াওয়ের সমৃদ্ধ মোবাইল সার্ভিসেস যুক্ত করা হয়েছে ফোনটিতে। ফোনটিতে থাকছে হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারি কারণ ফোনটিতে প্লে স্টোর থাকছে না। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে অ্যাপ গ্যালারিকে সমৃদ্ধ করতে।

ইতোমধ্যেই বিশ্ববাজারে বেশ নাম কুঁড়িয়েছে হুয়াওয়ের মেট ৩০ প্রো স্মার্টফোনটি। এর মূল কারণ স্মার্টফোনটির সমৃদ্ধ সব ফিচার। ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এবং ওএলইডি হরিজন ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটিতে আরও থাকছে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম। এছাড়া ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে ফোনটিতে।

মেট ৩০ প্রো ফোনটি ডিএক্সও মার্ক র‌্যাংকিংয়ে ১৩২ ফটো স্কোর নিয়ে এখন সবার ওপরে রয়েছে। ফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, যার একটি সুপার-সেনসিং ও অপরটি সিনে ক্যামেরা। খুবই কম আলোতেও ভিডিও ও ছবি ধারণ করা যাবে সিনে ক্যামেরাটির মাধম্যে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও থ্রিডি ডেপথ সেন্সর। ৩০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমিং সুবিধাও থাকছে ফোনটিতে।

৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। খুবই অল্প সময়ে দ্রুত চার্জ করা যাবে কারণ ফোনটির সাথে পাওয়া যাবে ৪০ ওয়াটের সুপারচার্জ। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে হুয়াওয়ের মেট ৩০ প্রো।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন