ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ

দ্বিতীয় দিনের মতো বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে পড়েছে দু’দেশের এই বন্দরে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্যবসায়ীরা বলেন, দুই দেশের সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা কাগজপত্র প্রস্তুত করতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে যাতায়াত করেন বাণিজ্যিক সুবিধার্থে। গতকাল মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা স্টাফ সদস্যদের বন্দরে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছেন। যার ফলে দু’দেশের মাঝে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

ভারতীয় পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র বলেন, আমাদের সদস্যরা পেট্রাপোল বন্দর দিয়ে মালামাল রপ্তানির জন্য কাগজপত্র নিয়ে কাস্টমস কার্গো শাখায় প্রবেশ করতে গেলে বাধা দেয় বিএসএফ। বিএসএফের বাধার কারণে আমরা ভারতের পেট্রাপোল বন্দরে করতে পারেনি। যার ফলে মুহূর্তের মধ্যেই ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ গিয়েছে।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, গতকাল থেকে থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কারণ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিএন্ডএফ স্টাফদের পেট্রাপোল বন্দরে ঢুকতে দেওয়া হয়নি। তবে কেন তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছেন না তা এখনো জানা যায়নি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন