ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

“ট্রাম্প হলেন ভারতের খুব বড় বন্ধু”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, “ট্রাম্প হলেন ভারতের খুব বড় বন্ধু৷ সোমবার ট্রাম্পকে আহমেদাবাদে অসাধারণ অভ্যর্থনা দেওয়া হয়েছে। দুই দেশের সম্পর্ক এখন আগের থেকে অনেক বেশি মজবুত৷”

ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকায় ভারতের রপ্তানি ৬০ শতাংশ বেড়েছে৷ আর ভারতে শক্তিক্ষেত্রে আমেরিকার রপ্তানি বেড়েছে ৫০০ শতাংশ।

ট্রাম্পের ভারত সফরে প্রবল জাঁকজমক ছিল, আড়ম্বর ছিল, কিন্তু আলোচনা থেকে খুব বেশি কিছু বেরিয়ে এল না৷ সে দিক থেকে দেখতে গেলে, নিজের দেশে আমেরিকান ইন্ডিয়ানদের ভোট পাওয়ার ক্ষেত্রে ট্রাম্প ভরপুর চেষ্টা করলেন৷ কিন্তু দুই শীর্ষনেতার বৈঠক থেকে উল্লেখযোগ্য কিছু বেরিয়ে এল না। কোনও বানিজ্য চুক্তি হল না, শুধু প্রতিরক্ষা চুক্তি নিয়ে মতৈক্য হল৷

পরে সংবাদিক সম্মলেন সিএএ নিয়ে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদী শক্তিশালী নেতা ৷ ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভারত খুবই ভালো কাজ করছে৷ তবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, দিল্লির হিংসা নিয়ে কথা হয়নি৷ এটা পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ  বিষয়৷  এভাবেই বিতর্কিত বিষয় ট্রাম্প এড়িয়ে গিয়েছেন৷

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন