ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের এক নাইটক্লাবে শাহরুখ খানের মেয়ে সুহানার পার্টি করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে উদ্দাম নাচতে দেখা যায় বন্ধুদের সঙ্গে।
সেই নাচের ভিডিও শুট করার সময় হাত দিয়ে মুখ ঢাকেন সুহানা। পার্টিতে ছিলেন বন্ধু অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুর।
এদিকে মেয়ের অভিনয়ে আসা প্রসঙ্গে শাহরুখ আগেই জানিয়েছেন, “সুহানাকে অভিনয়ে আসতে গেলে কম করে ৩ থেকে ৪ বছর এখনো ভালো করে অভিনয়টা শিখতে হবে।”
তিনি আরও বলেন, “আমি জানি বলিউডে আমার অনেক বন্ধুরাই মনে করে সুহানা খুব শিগগিরই সিনেমায় আসবে। তবে আমি মনে করি ওর এখনই সিনেমা অভিনয় করার দরকার নেই। আগে ও শিখুক।”
নানা উপলক্ষে সুহানা নিয়মিত ভাইরাল হন সোশ্যাল মিডিয়ায়। এর আগে লন্ডনে আর্ডিংলি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটকে অংশ নেওয়ার জন্য ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর ভিডিও ভাইরাল হয়।