ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত বছরের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম

দুই শতাংশ বেড়ে বিশ্ব বাজারে স্বর্ণের দাম ছাড়িয়েছে ৭ বছরের রেকর্ড। এর আগে ১৮ ফেব্রুয়ারি ২০১৩ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল মূল্যবান এই ধাতুটির দাম। গতকাল দুই শতাংশ বেড়ে এর দাম সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

সম্প্রতি করোনার প্রকোপ বৈশ্বিক অর্থনীতিতে চরম অনিশ্চয়তার আভাস দিচ্ছে। এতে নিরাপদ বিনিয়োগ উৎস হিসেবে স্বর্ণের প্রতি আকর্ষণ বাড়ছে বিনিয়োগকারীদের। ফলে বেচাকেনা বেড়ে মূল্যবান এই ধাতুটির বাজার ক্রমেই ঊর্ধ্বমুখী হয়ে উঠছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ৬৬৯ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। দিনের শুরুতে এক পর্যায়ে দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৬৭৮ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। এছাড়া দিন শেষে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৬৭২ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।

লন্ডনভিত্তিক ফরেন এক্সচেঞ্জ কোম্পানি সিএসসি মার্কেটের প্রধান বাজার কৌশলবিদ মাইকেল ম্যাকারথি বলেন, সাধারণত মুদ্রানীতি শিথিল হলে, মুদ্রার মান কমে এলে ও ব্যাংকের সুদহার কমলে স্বর্ণের বাজার সমৃদ্ধ হয়ে ওঠে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন