ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের ভুল উচ্চারণে নেট দুনিয়ায় হাসির বন্যা

বলিউড, ক্রিকেটাঙ্গন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব প্রসঙ্গই উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে। তবে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেও প্রশংসার পরিবর্তে শেষমেষ তার ভাগ্যে জুটেছে সমালোচনাই। বক্তব্যে একের পর এক ভুল উচ্চারণের কারণে তাকে নিয়ে হাসির বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়!

ট্রাম্প তার বক্তৃতায় স্বামী বিবেকানন্দকে বলেন, স্বামী বিবেকামুন্নন। সেই ভিডিও ভাইরাল হতেই টুইটারে হাসির রোল উঠে ট্রাম্পকে নিয়ে। অথচ ট্রাম্পের দেশের শিকাগো শহরেই ১৮৯৩ সালে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর সেই বিবেকানন্দের নাম উচ্চারণ করতে গিয়ে ল্যাজেগোবরে হলেন মার্কিন প্রেসিডেন্ট।

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে চা-ওয়ালা উচ্চারণও করেন ভুলভাবে। শচীন টেণ্ডুলকার নামের উচ্চারণটিও ভুল করেন মার্কিন প্রেসিডেন্ট। শচীনকে তিনি উচ্চারণ করেছেন সুচ্চিন তেণ্ডুলকর।

বক্তৃতায় বলিউডের দুটি কালজয়ী সিনেমার কথা উল্লেখ করেন ট্রাম্প। এর মধ্যে শোলে ছবির নাম নিতে গিয়ে তিনি বলেন সোজে। ট্রাম্পের এসব ভুল উচ্চারণে তাৎক্ষনিকভাবে স্টেডিয়ামে করতালি শোনা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন