আগামীকাল সোমবার(২৪ ফেব্রুয়ারি) ভারত সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে নানা আয়োজনে নানান সাজে সেজেছে ভারত। তবে ট্রাম্প পৌঁছানোর আগেই ঘটে গেছে বিপত্তি।
মার্কিন প্রেসিডেন্ট ভারত সফরে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন। ভারতের আহমেদাবাদের সরদার প্যাটেল নামের এই স্টেডিয়াম উদ্বোধনের জন্য ট্রাম্প যে গেইট দিয়ে প্রবেশ করবেন, সেখানে তাকে স্বাগত জানানোর জন্য একটি বিশেষ গেইট তৈরি করা হয়েছিল। ট্রাম্প এসে পৌঁছানের আগেই সেই গেট ভেঙে পড়ে গেছে।
ট্রাম্পের সফরের আগ মুহূর্তে এমন ঘটনায় বিপত্তিতে পড়েছে স্টেডিয়াম প্রশাসন। ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য তৈরি করা গেট ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ।
২৪শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বরণ করে নেয়ার ‘নমস্তে ট্রাম্প’ নামের অনুষ্ঠানটিও এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্টের হাত দিয়েই উদ্বোধন করা হবে ৭০০ কোটি রুপি খরচ করে বানানো ১ লক্ষ ১০ হাজার আসন বিশিষ্ট বিশ্বের বৃহৎ এই ক্রিকেট স্টেডিয়ামটি।
আনন্দবাজার/ডব্লিউ এস