ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে গ্রামীণফোনের শেয়ার দর, নিম্নমুখী লভ্যাংশ

গত দুই বছরে গ্রামীণফোনের শেয়ার দর কমেছে আশঙ্কাজনক হারে। বিটিআরসির পাওনা টাকা নিয়ে টালবাহানার কারণেই প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির লভ্যাংশও কমেছে। তবে শেষ দুই কর্মদিবসে বড় উত্থান ঘটেছিলো গ্রামীণফোনের।

বিশ্লেষকরা বলছেন, শেয়ার দর ও লভ্যাংশ কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর অন্যতম ব্লু-চিপ শেয়ার গ্রামীণফোন। দুই বছর আগেও যার দর ছিলো ৫০০ টাকার ওপরে। দর কমে অবশেষে গেল ডিসেম্বরে শেয়ারটির লেনদেন নেমে আসে ২শ’ টাকার ঘরে। এরপর আর ৩০০ টাকার গন্ডি পেরুতে পারেনি প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, শেয়ারটির বড় পতনের মূল কারণ বিটিআরসির পাওনা ইস্যু। পাওনা নিয়ে গ্রামীণফোনের টালবাহানায় ভুক্তভোগী হচ্ছেন বিনিয়োগকারীই।

এদিকে শুধু শেয়ারদরই নয়, পাওনা ইস্যুতে গেল ৭ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে জিপির লভ্যাংশও। গ্রামীণফোন এর লভ্যাংশ ২০১৩ সালে ১৪০%, ২০১৪ সালে ১৬০%, ২০১৫ সালে ছিল ১৪০%। ২০১৬ সালে ১৭৫%, ২০১৭ সালে ২০৫%, ২০১৮ সালে ২৮০% এবং ২০১৯ সালে নেমে আসে ১৩০% এ।

শেয়ারবাজার বিশ্লেষক ড. আবু আহমেদ বলেন, জিপি লভ্যাংশ হয়ত দিতে পারবে না। কিন্তু লভ্যাংশ না দিলেও বিটিআরসির পাওনা টাকা দিতে পারবে কি না সন্দেহ আছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন