ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার প্রভাব শিশুদের খেলনা ও পোশাকে

দেশে শিশুদের খেলনা ও পোশাকের অধিকাংশই আমদানি হয় চীন থেকে। এসব পণ্যের সরবারহ ও দামে প্রভাব পড়েছে করোনাভাইরাসের। ক্রেতারা আশঙ্কায় রয়েছে চীন থেকে আমদানিকৃত পণ্যের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার।

মূলত চীনা পণ্যের ভিন্ন নকশা ও চাকচিক্যময়ের জন্য এদের কদর বেশি। ফলে দেশটির আধিপত্য আছে শিশুদের খেলনা ও পোশাকে।

সম্প্রতি চীনে করোনাভাইরাসের সংক্রমণের পর সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে আমদানি, ফলে বাড়তে শুরু করেছে দাম। নানান বিভ্রান্তি রয়েছে ক্রেতাদের মধ্যেও।

বাংলাদেশ-চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ বলেছে, আমদানিকৃত পণ্যের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ মেলেনি। ছুটি শেষে কাজে যোগ দিতে শুরু করেছেন চীনের নাগরিকরা। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা। অসাধু ব্যবসায়ীরা যাতে সাময়িক এই সমস্যা নিয়ে অতিমুনাফা করতে না পারে সে বিষয়ে সরকারকে তদারকি করার দাবিও জানান তারা।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন