ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় চলছে সূচকের লেনদেন

দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের লেনদেনে চলছে মিশ্র প্রবণতা। দীর্ঘদিন উত্থান-পতনের পর এখন অনেকটাই গতি ফিরেছে শেয়ারবাজারে।

আজ বৃহস্পতিবার শেষ কার্যদিবসে লেনদেন সম্পন্ন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মূল্য বেড়েছে ১৮৭ টির, কমেছে ৬৪ টির এবং অপরির্বতিত রয়েছে ৪৭ টি কোম্পানির শেয়ারের। জানা গেছে, ডিএসইতে আজ লেনদেনের শুরুতেই বাড়তে থাকে সূচক। শুরুর প্রথম ৫ মিনিটে ১৩ পয়েন্ট বাড়ে সূচকে। এবং পরে আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৭২ পয়েন্টে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন আজ

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৮০ পয়েন্টে। কিন্তু পরবর্তীতে সূচকের গতি দেখা যায় নিম্নমুখীতায়। তবে বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। কিন্তু এর মধ্যে মূল্য বেড়েছে ৩৮টি কোম্পানির, কমেছে ১৪টির এবং ৯টি কোম্পানি শেয়ারঅপরিবর্তিত রয়েছে।

আনন্দবাজার / এইচ এস কে 

 

সংবাদটি শেয়ার করুন