বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় সংকটে মোবাইল বাজার

করোনাভাইরাসের প্রভাবে সংকটের মুখে দেশের মুঠোফোন ও এর যন্ত্রাংশের বাজার। কাঁচামাল ও যন্ত্রপাতি সংকটে ভুগছে দেশীয় সংযোজন শিল্প ও পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমনকি বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের দামও।

তবে চীনা ব্যবসায়ীরা জানিয়েছেন, খুব দ্রুতই উন্নতি হবে পরিস্থিতির, শিগগিরই স্বাভাবিক হবে আমদানি-রফতানির কার্যক্রমও।

অপরদিকে, অতিরিক্ত চীন নির্ভরতা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এমন সংকট মোকাবিলায় একাধিক বিকল্প বাজার তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের।

চীন থেকে পণ্য আমদানি পুরোপুরি বন্ধ থাকায় রাজধানীর মার্কেটগুলোতে চলছে মুঠোফোন যন্ত্রাংশের সংকট। প্রয়োজনীয় পার্টসের অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে সার্ভিস সেন্টারগুলোও।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  জমজমাট মাছের বাজার

সংবাদটি শেয়ার করুন