ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগাম তরমুজে হতাশায় ব্যবসায়ীরা

সম্প্রতি বৈশাখ মাস আসার আগেই দেখা মিলেছে তরমুজের। চলতি বছরের বসন্তের শুরুতেই বাজারে আগাম তরমুজ দেখে ক্রেতারাও বেশ চমকে গেছেন। কিন্তু শীতের আমেজ থাকায় দাম এবং বিক্রি খুবই কম বলে জানান বিক্রেতারা। আর এতে বিক্রেতাদের মাঝে বিরাজ করছে হতাশা।

অপরদিকে চুক্তি অনুসারে আগাম জাতের তরমুজ কৃষকদের কাছ থেকে কিনে আড়তে মজুত করেছে বেশিরভাগ আড়তদার। কিন্তু চাহিদা কম থাকায় তারাও এখন লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন : বছর পেরলেও অপসারণ হয়নি কেমিক্যাল কারখানা

এই ব্যাপারে কৃষকরা জানান, নোয়াখালীর হাতিয়া এবং সুবর্ণচরের খুব কম জমিতে তরমুজের চাষ করে থাকে সেখানকার স্থানীয় কৃষকরা। তবে সেসব তরমুজ বাজারজাত হতে এখনও দেড় মাস বাকি। গরম শুরু হলেই তরমুজের চাহিদা বাড়বে এবং তখন ওই তরমুজ বাজারে উঠবে। এখন যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আগাম জাতের তরমুজ।

আনন্দবাজার / এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন