ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাছ চাষে উৎপাদন বাড়াতে নতুন পদ্ধতি

সম্প্রতি উৎপাদন বাড়াতে কাপ্তাই হ্রদে খাঁচায় মাছ চাষ করার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখা। এই লক্ষে চারটি পরীক্ষামূলক খাঁচা বানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ব্যাপারে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তারা বলেন, রাঙামাটির ‘কাপ্তাই হ্রদ’ হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে এবং বিশাল এক গোষ্ঠী মাছের চাষের সাথে জড়িত আছে। সরকার এই হ্রদের মাছ থেকে প্রতিবছর কোটি টাকার রাজস্ব আদায় করে।

কিন্তু অবৈধভাবে ও ভুল পদ্ধতিতে মাছ আহরণ, জনসচেতনতার অভাব, দূষণ বৃদ্ধি, হ্রদের গভীরতা হ্রাস, কারেন্ট জালের ব্যবহার, কাচকি জালের অপব্যবহার সহ বিভিন্ন কারণে দিন দিন হ্রদ থেকে মাছের সংখ্যা একেবারেই কমে যাচ্ছে।

আরও পড়ুন : বছর পেরলেও অপসারণ হয়নি কেমিক্যাল কারখানা

হ্রদে মাছের উৎপাদন বাড়ার উদ্দেশে বিএফডিসি নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে বিকল্প পদ্ধতি হলো, হ্রদে ভাসমান খাঁচায় মাছ চাষ। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানো। তবে সফলতা পেলে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে। কিন্তু ছোট আকারের এই পাইলট প্রকল্পটি বানাতে মতো খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার।

আনন্দবাজার / এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন