বাড়তে শুরু করেছে সিসার দাম। রেকর্ড দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে সিসার বাজার। বর্তমানে ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৯০০ ডলার ছাড়িয়ে গেছে। যা গতসপ্তাহে ও ছিল টনপ্রতি ১ হাজার ৮১০ ডলারের নিচে।
১৭ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে টনপ্রতি সিসা বিক্রি হয়েছিল ১ হাজার ৯৭৬ ডলারে। ২৩ জানুয়ারি ধাতুটির দাম বেড়ে টনপ্রতি ১ হাজার ৯৮৮ ডলার ৫০ সেন্টে ওঠে। গত এক মাসের মধ্যে সর্বোচ্চ দাম ছিল এটাই। এরপর কমতে শুরু করে সিসার দাম।
এলএমইতে ১০ ফেব্রুয়ারি রেকর্ড পতন দেখা দেয় সিসার দামে। ২৯ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ১ হাজার ৮৮৫ ডলারে নেমে আসে প্রতি টন সিসার দাম। ওইদিন ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন সিসা বিক্রি হয় ১ হাজার ৮০৯ ডলার ৫০ সেন্টে। চলতি বছর এটাই সিসার সর্বনিম্ন দামের রেকর্ড।
এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে সিসার বাজার। ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ১১ ফেব্রুয়ারি টনপ্রতি সিসার দাম ওঠে ১ হাজার ৮১৯ ডলারে। যা ১৩ ফেব্রুয়ারি দাম আরো বেড়ে দাঁড়ায় টনপ্রতি ১ হাজার ৮৭৬ ডলারে। ১৭ ফেব্রুয়ারি প্রতি টন সিসার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৯১০ ডলারে। ২৮ জানুয়ারির পর প্রতিটন সিসার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, চীনসহ বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সিসাসহ বেশির ভাগ ব্যবহারিক ধাতুর দরপতন দেখা দিয়েছিল। এখন করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কিছুটা প্রশমিত হওয়ায় ব্যবহারিক ধাতুর বাজারে সিসার দাম বাড়তে শুরু করেছে।
আনন্দবাজার/ টি এস পি
